মরন ফাঁদ
কবি মোঃআবু বকর সিদ্দীক
অটো পাশে খেলাম বাঁশ,
কি যে যন্ত্রণা!
শিক্ষাঙ্গনে শোকের ছায়া,
কেউ তো দেখে না।
কে বা জানে এমন নীতি,
হইবে মরন ফাঁদ।
নয়ন এখন লোনা জলে,
কাটছে দিবা রাত।
প্রতিষ্ঠিত হইছে বলে,
কিছু জানোয়ার।
নিয়ম নীতি উল্টা করে,
দিচ্ছে আবার মার।
কে আসিবে ভেঙ্গে দিতে,
এমন আধার রাত।
কত দেরি সইছে না যে,
কখন হবে প্রভাত।