![]() |
কবি মোঃআবু বকর সিদ্দীক
অবাক হলেন ছবি দেখে!!
চিন্তা নাহি করে।
পড়তে হবে সকল লাইন,
জানবে তাহার পরে।
কোটি যুবক চিন্তার মগ্ন,
লেখছি আমি বকর।
যুবক গুলো বউয়ের আশায়,
গুনছে সদা প্রহর।
জ্ঞান পাপীরা সমাজ নেতা,
নিজের বেলায় ঠিক।
পরের দুঃখ কেউ বুঝে না,
গরীব হলে ধিক্।
করবে বিয়া বয়স হলে,
এটাই বাস্তবতা।
উল্টা করে নিয়ম নীতি,
মরছে মানবতা।
প্রেমে মত্ত ঘামে ভিজে,
নেই তাহতে বাঁধা।
বৈধ রীতি উল্টা করে,
দিচ্ছে বিয়ে খেদা।
মাশাআল্লাহ
উত্তরমুছুন