কবি মোঃআবু বকর সিদ্দীক
প্রস্তুত হও মুসলিম সবে,
অস্ত্র নিয়ে কাধে।
ধর্মের ভাই করছে হায়,
পরছে কঠিন ফাঁদে।
নিজের ভূমি দখল করে,
ভন্ড ইজরাইল।
বন্ধক রেখে মাথায় ধরে,
মারছে জোরে কিল।
বিশ্ব বিবেক থমকে গিয়ে,
দিচ্ছে আবার ঘুম।
প্রতিবাদী হন্কার দিলে,
গলবে তোমার মম।
বিশ্ব বাসী তৈরি থাকো,
আপন ভুলে জন্য।
অস্ত্র হাতে নিচ্ছি সবে,
উগ্র করবো শূন্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন