![]() |
কবি মোঃআবু বকর বাংলাদেশী
মুসলিম সবে উঠরে জেগে,
করবি না আর দেরী।
রণাঙ্গনে নামতে হবে,
হস্তে উঠাও তরবারী।
চোঁখ মেলিয়ে দেখ রে মুমিন,
চতুর্দিকে আর্তনাদ।
অন্ধকার নিমজ্জিত-
বীরের জাতি ইস্তিরাত।
শক্ত করো মনের একিন,
কোটি যুবক হওরে এক।
ফিলিস্তিনের বীর কে দেখে,
প্রতিবাদ ত্বরায় শেখ।
কোরআন-হাদিস লালন করো,
পালন করো নীতি।
সব দুনিয়ায় সেলুট দিবে,
দেখে তোমার কৃতি।
লক্ষ- কোটি মানব আছে,
তোমার সবি ভাই।
তবুও তুমি প্রভুর কাছে,
মদদ চাচ্ছো হায়!!
আসেও যদি সেই আবাবিল,
ডিল ছুড়তে জমিনে।
পড়বে তবে তোমার উপর,
বেচে যাবে বেদ্বীনে।
আর দেরি নয়, তৈরি হও।
শক্তি করো যোগাড়।
জঙ্গি,বেদ্বীন,ঠিক করিতে,
ভেঙ্গে ফেলো গাড়।
Masaallah
উত্তরমুছুন