কবি মোঃআবু বকর সিদ্দীক
আমার ভাইয়ে গুম কেন রে,
জবাব দে বীর্যবান।
সত্য পথের পথিক তথা,
প্রিয় কথক আদনান।
কোন জালিমের শাসন চলে,
ছোট্ট খাট্টো দেশে।
সঠিক বিচার না করিলে,
ফেলতে হবে পিষে।
পার হয়ে যা দিন রজনী,
নেয় নি কোনো নথি।
কোন আইনের পুলিশ তুমি,
হইছো কাহার সাথী!!
ধিক্কার জানাই আমরা সবাই,
ভন্ড নীতিমালা।
সঠিক আইন জারি কর,
যাচ্ছে সময় বেলা।
তোমার ভাইয়ে গুম হয়ে যায়,
নেই তোমারও শোক।
মুমিন হওনি লিইখা রাখো।
পাইবে মহা দোখ।
মুমিন বলে দাবি করো,
তছবিহ টানো সদা।
আল্লাহ তোমায় করবে এমন,
লাগবে কঠিন কাঁদা।
প্রভুর রীতি অল্প মানো,
আর গুলো কে বাদ।
জাইনা রাখো বলছি তোমায়,
করবে প্রভু রাগ।
থাকতে সময় সব মুমিনে,
মিলাও হাতে হাত।
নয়লে সবে প্রহর গুলো
আসছে ভয়াল রাত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন