ami ay deseke valobasi . amar khob balo lage .allah amake ay dese jonmo dane koresen ay jonn.allahr sokoriya .allah amake parten.onno khthaw jonmo dete.
বিকল্প লেখা
রবিবার, ২২ আগস্ট, ২০২১
bangladesh is a imoportant country
মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
শুক্রবার, ১৮ জুন, ২০২১
খোঁজ মিলেছে আবু ত্বহা আদনান ভাইয়ের
তরুন ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে পাওয়া গেছে
আজ শুক্রবার জুমার নামাজের পর কে বা কারা তাকে রংপুর মহানগরীর মাস্টার পাড়ায় আবহাওয়া অফিসের পেছনে শ্বশুর বাড়িতে পৌঁছে দেয়।
এ বিষয়ে রংপুর মহানগর পুলিশের (আরএমপি) ক্রাইম ডিভিশনের উপ-কমিশনার আবু মারুফ হোসেন বলেন, নিখোঁজ আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ চারজনকে পাওয়া গেছে। এই মুহূর্তে এইটুকু তথ্য আছে। এ বিষয়ে বিস্তারিত দ্রুত সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানানো হবে।
আজ ভোরে ফজরের নামাজ শেষে তিনি তার রংপুরের বাসায় ফেরেন। বাসায় ফেরার পর তার স্ত্রীকে ফোনে জানান তিনি ফিরেছেন। তবে কীভাবে ফিরলেন, কোথা থেকে ফিরলেন এসব বিষয় আপাতত তার স্ত্রীকে শেয়ার না করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
সন্ধান চাই!!!
কবি মোঃআবু বকর সিদ্দীক
আমার ভাইয়ে গুম কেন রে,
জবাব দে বীর্যবান।
সত্য পথের পথিক তথা,
প্রিয় কথক আদনান।
কোন জালিমের শাসন চলে,
ছোট্ট খাট্টো দেশে।
সঠিক বিচার না করিলে,
ফেলতে হবে পিষে।
পার হয়ে যা দিন রজনী,
নেয় নি কোনো নথি।
কোন আইনের পুলিশ তুমি,
হইছো কাহার সাথী!!
ধিক্কার জানাই আমরা সবাই,
ভন্ড নীতিমালা।
সঠিক আইন জারি কর,
যাচ্ছে সময় বেলা।
তোমার ভাইয়ে গুম হয়ে যায়,
নেই তোমারও শোক।
মুমিন হওনি লিইখা রাখো।
পাইবে মহা দোখ।
মুমিন বলে দাবি করো,
তছবিহ টানো সদা।
আল্লাহ তোমায় করবে এমন,
লাগবে কঠিন কাঁদা।
প্রভুর রীতি অল্প মানো,
আর গুলো কে বাদ।
জাইনা রাখো বলছি তোমায়,
করবে প্রভু রাগ।
থাকতে সময় সব মুমিনে,
মিলাও হাতে হাত।
নয়লে সবে প্রহর গুলো
আসছে ভয়াল রাত।
বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
টাকা থাকলে যা হয়!!!!!!
১) টাকা থাকলে তুমি-বউয়ের কাছে সেরা জামাই।
২) টাকা থাকলে তুমি মা-বাবা কাছে দায়িত্ববান ছেলে।
৩) টাকা থাকলে তুমি শ্বশুর-শাশুড়ির আদরের জামাই।
৪) টাকা থাকলে তুমি শালা-শালী প্রিয় দুলাভাই।
৫) টাকা থাকলে তুমি আত্মীয়-স্বজনের কাছে সবচাইতে নামি দামি মানুষ।
৬) টাকা থাকলে বন্ধু খুব ঘনিষ্ঠ মানুষ।😄😄
৭) টাকা থাকলে তুমি- সন্তানের কাছে শ্রেষ্ঠ বাবা।
৮) টাকা থাকলেই তুমি- হাইব্রিড নেতা হলে তবুও তুমি ত্যাগী নেতা।
৯) টাকা থাকলে তুমি-গ্রামের জনদরদি।
১০) টাকা থাকলে তুমি-বিশিষ্ট সমাজ সেবক।
১১) টাকা থাকলে তুমি-গণমানুষের নেতা।
১২) টাকা থাকলে তুমি-অনুষ্ঠানের প্রধান অতিথি।
১৩) টাকা থাকলে তুমি-গরিবের বন্ধু।
১৪) টাকা তুমি-নাই-কিছুই-নাই।
১৫) টাকা ছাড়া জীবন মরুভূমি।
১৬) টাকা ছাড়া পুরুষ হয় বিধবা? 😢😢
এটাই বাস্ত
বতা.................
মঙ্গলবার, ২৫ মে, ২০২১
আমার কাজ
কবি মোঃআবু বকর সিদ্দীক
আমি মুসলিম,
আমি বাঙ্গালী,
আমি মানুষ,
আমি বুদ্ধিজীবি,
আমি সাংবাদিক,আমি সাহিত্যিক।
আমি সঠিক পথে সদা চলবো।
আমি ঐক্যবদ্ধ হয়ে থাকবো।
আমি মানুষ্যত্বের পরিচয় দেবো।
আমি সঠিক বুদ্ধি খাটাবো।
আমি সঠিক তথ্য প্রচার করবো।
আমি সঠিক কথা লেখবো।
আমি করবো এসকল কাজ।
আমি উপহার দিতে চাই সুন্দুর সমাজ।
আমার কাজে হলে কেই মনক্ষুন্ন।
তাহলে বুঝবো ঐ ব্যক্তি জগন্য।
এসকল ব্যক্তিকে করবো ক্ষান্ত।
তাইলে সমাজ হবে শান্ত।
সোমবার, ২৪ মে, ২০২১
উঠরে জেগে
![]() |
কবি মোঃআবু বকর বাংলাদেশী
মুসলিম সবে উঠরে জেগে,
করবি না আর দেরী।
রণাঙ্গনে নামতে হবে,
হস্তে উঠাও তরবারী।
চোঁখ মেলিয়ে দেখ রে মুমিন,
চতুর্দিকে আর্তনাদ।
অন্ধকার নিমজ্জিত-
বীরের জাতি ইস্তিরাত।
শক্ত করো মনের একিন,
কোটি যুবক হওরে এক।
ফিলিস্তিনের বীর কে দেখে,
প্রতিবাদ ত্বরায় শেখ।
কোরআন-হাদিস লালন করো,
পালন করো নীতি।
সব দুনিয়ায় সেলুট দিবে,
দেখে তোমার কৃতি।
লক্ষ- কোটি মানব আছে,
তোমার সবি ভাই।
তবুও তুমি প্রভুর কাছে,
মদদ চাচ্ছো হায়!!
আসেও যদি সেই আবাবিল,
ডিল ছুড়তে জমিনে।
পড়বে তবে তোমার উপর,
বেচে যাবে বেদ্বীনে।
আর দেরি নয়, তৈরি হও।
শক্তি করো যোগাড়।
জঙ্গি,বেদ্বীন,ঠিক করিতে,
ভেঙ্গে ফেলো গাড়।
bangladesh is a imoportant country
ami ay deseke valobasi . amar khob balo lage .allah amake ay dese jonmo dane koresen ay jonn.allahr sokoriya .allah amake parten.onno khtha...

মোস্ট পোস্ট
-
তরুন ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে পাওয়া গেছে আজ শুক্রবার জুমার নামাজের পর কে বা কারা তাকে রংপুর মহানগরীর মাস্টার পাড়ায় আবহাওয়া ...
-
১) টাকা থাকলে তুমি-বউয়ের কাছে সেরা জামাই। ২) টাকা থাকলে তুমি মা-বাবা কাছে দায়িত্ববান ছেলে। ৩) টাকা থাকলে তুমি শ্বশুর-শাশুড়ির আদরের জামাই...
-
কবি মোঃআবু বকর সিদ্দীক অবাক হলেন ছবি দেখে!! চিন্তা নাহি করে। পড়তে হবে সকল লাইন, জানবে তাহার পরে। কোটি যুবক চিন্তার মগ্ন, লেখছি আমি বকর। যুব...